বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ২ ভারতীয় নাগরিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ৭ অক্টোবর রোববার মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইয়াকুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হচ্ছে ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলার হুজাই থানার আমলি পুকুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে দোলোয়ার হোসেন (২২) এবং একই এলাকার খলিল উদ্দিনের ছেলে সেলিম উদ্দিন (২২)।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুজানগর ইউনিয়নের সোনাপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। পরদিন শনিবার বড়লেখা থানার এসআই সুব্রত কুমার দাস বাদি হয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইয়াকুব আলী জানান, আটক ২ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।