চিকিৎসাধীন অবস্থায় মারা গেল অজ্ঞাত যুবক

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরিচয়হীন (৩০) নামের এক যুবক মারা গেছে। ২৫০ শয্যা হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ৬ অক্টোবর শনিবার দিবাগত রাতে মারা যায় সে। মৌলভীবাজার মডেল থানার এসআই সাব্বির আহসান রোববার দুপুরে জানান,  অজ্ঞাত ওই যুবক শনিবার ৬ অক্টোবর সকাল সাড়ে ১১টায় চিকিৎসা নিতে সার্জারী বিভাগে ভর্তি হয়।  তিনি আরো বলেন, সুরতহাল প্রতিবেদন্ ও তদন্তমুলে থানায় একটি জিডি হবে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে এ প্রতিবেদককে অবহিত করেন তিনি।

হাসাপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক ডাঃ সাদেকুল আলম বলেন, গত শনিবার সড়ক দূর্ঘটনায় আহত ওই যুবককে কয়েকজন লোক নিয়ে এসে সার্জারী বিভাগে ভর্তি করান। তার সারা শরীরে ক্ষতবিক্ষতসহ মাথায় মারাত্বক জখম ছিল। তিনি আরো বলেন, তার যে জখম হয়েছিল সেটা সিলেট এমএজি ওসমানী হাসপাতালের চিকিৎসার উপযোগী ছিল। এর পরও তাকে বাঁচাতে আমরা যথেষ্ট চেষ্টা করেছি। শনিবার দিবাগত রাত্রে মারা গেছে সে।

২৫০ শয্যা হাসপাতালটির জরুরী বিভাগ সূত্র জনায়, কুলাউড়া হাসপাতাল থেকে রেফার করে গত শনিবার দুপুর ১২টার দিকে এম্বুল্যান্সযোগে অজ্ঞাত ওই ব্যক্তিকে  সার্জারী বিভাগে ভর্তি করা হয়।

শেয়ার করুন