বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা থানা পুলিশ ৭ অক্টোবর রোববার সকালে লনি বেগম (৫২) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার সুজানগর ইউপির ব্রাম্মনের চক গ্রামের বাসিন্দা ও আজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী মইজ উদ্দিন বলাইর স্ত্রী। স্বামীর দাবী লনি বেগম আত্মহত্যা করেছেন। রহস্যজনক মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা এবং ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
থানা পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মতো লনি বেগম রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে মেয়ে জুনা বেগম বারান্দায় চালের কাঠের সাথে গলায় ওড়না পেছানো লুমা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরী করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক জানান, নিহতের স্বামী মইজ উদ্দিন বলাই থানায় অপমৃত্যু মামলা করেছেন। তার দাবী স্ত্রী লনিা বেগম মানসিক রোগী। তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ দাফন করা হয়েছে।