বড়লেখায় শিক্ষার মানোন্নয়নে  মতবিনিময় সভা

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার হাওরপাড়ে নব প্রতিষ্ঠিত বর্নি নর্থ-ইস্ট মডেল স্কুলে ৬ অক্টোবর শনিবার শিক্ষার মানোন্নয়নে বিশিষ্টজন ও অভিভাবকদের সাথে স্কুল কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মান সম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে চলিত বছরের ১ জানুয়ারী ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৮০ জন শিক্ষার্থী নিয়ে এ স্কুলে পাঠদান কার্যক্রম শুরু হয়।

স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মুহিতের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শ্যামা কান্ত দাসের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বর্নি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম. মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ আসুক উদ্দিন, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুধাময় ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষক নাজমুল ইসলাম, সমাজসেবক ফয়েজ আহমদ চুনু, আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক স্বরূপ দাস, পপি রাণী দাস, কামরুজ্জামান স্বপন, রুয়েল আহমদ, আব্দুল কুদ্দুছ, আব্দুল বাছিত প্রমূখ। বক্তারা বলেন, উত্তর বর্নি গ্রামে এ স্কুল স্থাপিত হওয়ায় পশ্চিম বর্নি, বর্নি চেগা, উজিরপুর, মিহারী, খান্দিগ্রাম, শিলকুরা ও নয়াগ্রামের অনেক ঝরেপড়া শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পাচ্ছে।

শেয়ার করুন