‘কুলাউড়া ক্যাবল নেটওয়ার্ক ফিড এসোসিয়েন’ এর মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত

কুলাউড়া প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার  ‘কুলাউড়া ক্যাবল নেটওয়ার্ক ফিড এসোসিয়েন’ এর মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ ৮ অক্টোবর সোমবার রাত ৯টায় চুনঘর ফেন্ডস স্যাটেলাইট-২ এর স্বত্তাধিকারী ও এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম আজাদের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সহ-সভাপতি দীপক ধরের পরিচালনায়, উক্ত সভায় উপস্থিত ছিলেন  এস এস ক্যাবল নেটওয়াকের পরিচালক ও এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, কুলাউড়া একুশে স্যাটেলাইটের স্বত্তাধিকারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ ছাদিকুর রহমান, আর বি ক্যাবল টিভি নেটওয়ার্ক রবিরবাজার এর স্বত্তাধিকারী এসোসিয়েশনের কোষাধ্যক এম এ আহাদ, এসোসিয়েশনের সহ-সভাপতি ব্রাম্মন বাজার ক্যাবল নেটওয়ার্কের স্বত্তাধিকারী মোঃ মোস্তফা আহমদ, হিংগাজিয়া আর এম  স্যাটেলাইটের স্বত্তাধিকারী এসোসিয়েশনের সহ-সম্পাদক মোঃ রমিজ মিয়া, এসোসিয়েশনের সহ- প্রচার সম্পাদক সিক্স ফ্লাওয়ার ক্যাবল টিভি স্যাটেলাইটের পরিচালক মোঃ রুবেল আহমদ, এসোসিয়েশনের দপ্তর সম্পাদক শরীফপুর ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী মোঃ সাধন শর্ম্মা প্রমুখ। মতবিনিময় সভা শেষে এসোসিয়েশনের সভাপতি ছয়ফুল আলম সাইফুল সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ৯ নভেম্বর রোজ শুক্রবার  মাসিক মতবিনিময় সভা এসোসিয়েশনের সহ-সভাপতি গাজীপুর ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্তাধিকারীর অফিসে করার সিদ্ধান্ত নিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

শেয়ার করুন