রুহুল চৌধুরীঃ
মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলার সৈয়দ জাহিদ হোসেন এর সহধর্মিনী এবং মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো, কানাডার সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন এর ভাবী মোছাম্মাৎ সেলিনা বেগম গত ৮ অক্টোবর ২০১৮ রবিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় সিলেট রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজীউন। ওই দিনই জানাযার নামাজ আদায়ের পর মরহুমার নিজ বাড়ি রাজনগরের মহাসহস্র গ্রামে পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিঁনি দুই কন্যা সন্তানের জননী ছিলেন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর।
মোছাম্মাৎ সেলিনা বেগমের মৃত্যুতে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো, কানাডার সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী সহ এসোসিয়েশনের কার্য্যকরি পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। জালালাবাদবার্তা.কম এর পক্ষ থেকেও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করা হচ্ছে, আল্লাহ্ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।