বিশেষ প্রতিনিধিঃ
“থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত” এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে বাল্য বিবাহ নিরোধ দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস নিয়ে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও মৌলভীবাজার শিশু একাডেমীর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গত মঙ্গলবার ৯ অক্টোবর ২০১৮ দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউজের প্রধান ফটকের কাছে রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকতা জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
এ সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অফিসার শায়েদা আক্তার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব সহ আরও অনেকে।