মৌলভীবাজারে হতদরিদ্রদের চাল আতœসাৎ করে পাচারের সময় ৩৭ বস্তা চালসহ একজন আটক

  • মৌলভীবাজার প্রতিনিধি:
    খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জে হতদরিদ্রদের চাল আতœসাৎ করে পাচারের সময় স্থানীয়দের সহায়তায় ৩৭ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় রাজিব হাসান নামে একজনকে আটক করেছে।
    ১০অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলপুর এলাকা হতে কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক সুশেন দাস চালসহ তাকে আটক করা হয়।
    কমলগঞ্জ থানার ওসি তদন্ত সুধীন চন্দ্র দাস  চাল আটকের বিষয়টি নিশ্চিত করেন।
    স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার আলীনগর ইউনিয়নের ২৭১জন হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা মুল্যে ৩০কেজি চাল সরকারী ভাবে বিতরণ করার জন্য ডিলার নিয়োগ করা হয়। ইসলাম নামে ডিলার মালিক হলেও ডিলার পরিচালনা করেন রাজিব হাসান এক ব্যক্তি। আর এসব চাল বিতরণের স্থান চিৎলিয়া হাইস্কুলের সামনে ।
    গত ৮ অক্টোবর গুদাম হতে ২৭১ টি কার্ডের বিপরীতে ৮টন চাল উত্তোলন করেন ডিলার।
    মঙ্গলবার সন্ধ্যায় মঙ্গলপুর নামক স্থান হতে গাড়িসহ ফেয়ারপ্রাইজের ৩৭বস্তা চালসহ রাজিব হাসান নামে একজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
    এব্যাপারে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা তকবির হোসেন বলেন,চাল বাহিরে নেওয়ার সুযোগ নেই। বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।
    ট্যাগ অফিসার উপজেলা উপসহকারী কৃষি কমর্কতা পদ্ম মোহন সিংহ জানান, তিনি বিষয়টি জানেন না। তিনি আজ যাননি। কতটুকু চাল বিতরণ হয়েছে তা অবগত নন। আর বাহিরে চাল যাবার সুযোগ নেই।
    কমলগঞ্জ থানার ওসি তদন্ত সুধীন চন্দ্র দাস  বলেন,গাড়ী ভর্তিচালসহ একজন আটক করা হয়েছে। ৩০কেজির বস্তা। তবে গাড়ীতে কতবস্তা তা বলতে পারবো না। তাদের নাকি কাগজপত্র আছে, তদন্ত করে দেখা হচ্ছে।’
শেয়ার করুন