- তিনি আব্দুল মজিদ চৌধুরী। কারো মজিদ চৌধুরী আবার কারো কাছে শফিক ভাই বলে সম্বোদিত। মৌলভীবাজারের রাজনগরের টগরপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ১৯৭১ সনের মহান স্বাধীনতা যুদ্ধে জেলার প্রায় প্রতিটি উপজেলায় তার অসামান্য অবদান রয়েছে। বীর মুক্তিযোদ্ধা মজিদ চৌধুরীর বড় ভাই, মুক্তি সংগ্রামে নেতৃত্বদানকারি বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী যুদ্ধ পরবর্তী সময়ে (১৯৯৬) মাননীয় প্রধানমন্ত্রী, দেশরতœ শেখ হাসিনার নির্দেশ ও পরামর্শ মোতাবেক বীর মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত করার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা লাভে বিশেষ অবদান রাখেন।
যাক, পিতা মরহুম আব্দুল কুদ্দুস চৌধুরীর চাকরির সুবাদে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে কাটে তার শৈশব-কৈশোর। শৈশব কালেই- জীবনের প্রথম শমশেরনগর ব্যবসায়ি সমিতির নির্বাচনে মজিদ চৌধুরী নির্বাচিত সদস্য হন। তিনি শমশেরনগর প্রাক্তন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। পরে পাঠাগার স্থাপনসহ অন্যান্য বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শশীবেগ নামে সেই সময়ের সিলেট বিভাগ জুড়ে আলোচিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার তিনি একজন সফল আয়োজক ছিলেন। পরবর্তী সময়ে জীবিকা নির্বাহের জন্য তিনি ঢাকায় বসবাস করছেন। প্রবাসে নানা কর্মব্যস্ততায় নিমজ্জিত থেকেও কবি মাইকেল মধুসূদন দত্ত যেমন যশোরের সাগরদাঁড়ির কথা ক্ষণিকের জন্য ভূলতে পারেননি ঠিক তেমনি আব্দুল মজিদ চৌধুরীও রাজনগর-শমশেরনগর তথা মৌলভীবাজারবাসিদের ভূলতে পারেননি। তাই তো ১৯৪৮ সনে প্রতিষ্ঠিত বৃহত্তর সিলেটবাসিদের ও বাংলাদেশের বৃহৎ আঞ্চলিক সংগঠন “জালালাবাদ এসোসিয়েশন” এ টানা চারবারের সহসভাপতি (মৌলভীবাজার) হিসাবে তিনি সৎ ও নিষ্ঠার সাথে সমন্বিতভাবে সিলেটবাসিদের কল্যাণে দায়িত্ব পালন করছেন। বিগত ২০১৭ সনে জালালাবাদ এসোসিয়েশনের আয়োজনে ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিলেট উৎসবে মজিদ চৌধুরীর অবদান সর্বজন স্বীকৃত। মজিদ চৌধুরীর উপর যখনই যে কোন দায়িত্ব অর্পিত হয়েছে তাহা তিনি সফলভাবে পালনে সক্ষম হন। তাছাড়া চৌধুরী কল্যাণ ট্রাষ্ট নামীয় পারিবারিকভাবে প্রতিষ্ঠিত সংগঠনটির ব্যানারে পৈতৃক নিবাসস্থ অসহায় দরিদ্র মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। সাম্প্রতিককালের ঘটে যাওয়া বন্যায় তিনি সুদূর কানাডা হতেও বন্যার্ত ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় ভূমিকা রেখেছেন।
পরিশেষে, আগামি ২৭ অক্টোবর রোজ শনিবার ঢাকায় অনুষ্ঠিতব্য সিলেটবাসিদের প্রাণের সংগঠন “জালালাবাদ এসোসিয়েশন” এর ২০১৮-১৯ মেয়াদের কার্য নির্বাহী নির্বাচনে “গড়ে তুলি সমৃদ্ধ জালালাবাদ” শ্লোগানকে ধারণ করে ড. এ কে মুবিন-আব্দুর রউফ-এনাম প্যানেলের তিনি সহসভাপতি (মৌলভীবাজার) পদের প্রার্থী। তরুন বয়স থেকেই সংগঠনপ্রেমী সংগঠক আব্দুল মজিদ চৌধুরীর দেশ বিদেশে পরিচিতি-সুনাম রয়েছে। সমাজের নানান পর্যায়ে তার সংশ্লিষ্টতা সর্বজন অবগত রয়েছেন। পাশাপাশি তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ি। তাই জালালাবাদবাসির উন্নয়নে মজিদ চৌধুরীসহ ড. মুবিন-আব্দুর রউফ-এনাম প্যানেলের সকলকেই আপনার / আপনাদের মহামূল্যবান ভোট প্রদানের অনুরোধ রইল।
তিনি আব্দুল মজিদ চৌধুরী!
শেয়ার করুন