যোবায়ের আহমেদ (নাফুর), ইউএইঃ
অবৈধ সরকারের মিথ্যা সাজানো রায়ের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাত ফজিরা শাখা বিএনপির উদ্যোগে বুধবার ১০ আগস্ট ২০১৮ রাতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
উত্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ফজিরা বিএনপির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব এম.সিরাজুল ইসলাম (সিরাজ) প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ইউ এই, কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা শ্রদ্ধেয় জনাব হাজী আমিন আলী প্রধান বক্তা, ইউএই কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শ্রদ্ধেয় জনাব বেলাল আহমদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফজিরা বিএনপির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় জনাব মোস্তফা (মাস্টার) ফজিরা বিএনপির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় জনাব সুলেমান মিয়া ও ফজিরা যুবদলের উপদেষ্টা ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা জনাব রব উল্লাহ্।
সভা পরিচালনা করেন ফজিরা বিএনপির সিনিয়র সহ সভাপতি শ্রদ্ধেয় জনাব মোতালেব হোসেন (রতন)। উপস্থিত ছিলেন ফজিরা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় জনাব মুজিবুল হক, সহ সাধারণ সম্পাদক জনাব বেলাল উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক জনাব সালাউদ্দীউন আহমদ, সহ সভাপতি জনাব সিরাজ মিয়া , জনাব দেলোয়ার হোসেন (সরকার), ফজিরা যুবদলের প্রথম সহ সভাপতি যোবায়ের আহমেদ (নাফুর), ফজিরা শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব আমজাদ হোসেন (রতন), ফজিরা যুবদলের ডিব্বা আল হাসান ইউনিটি যুবদলের সভাপতি জনাব আবুল কামাল ও অর্থ সম্পাদক ফরিদ আহমদ এবং দলের অন্যান্য অংগ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ বর্তমান সৈরাচার সরকারের অবৈধ রায়ের তিব্র নিন্দা জানিয়ে বলেন, “প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন” তারা এই মিথ্যা রায় বাতিলের জোর দাবী জানান।