টরন্টোর বাংলা টাউনে কানাডা বিএনপির মানব বন্ধন ও প্রতিবাদ সভা

জালালাবাদবার্তা.কমঃ

১০ আগস্ট (বুধবার) বিকাল ৭টায় টরন্টোর ডেনফোর্থ এবং ভিক্টরিয়া পার্কের মারহাবা সুপার মার্কেট থেকে রেডহট সিজলিং তান্দুরী রেস্টুরেন্ট পর্যন্ত এক বিশাল মানববন্ধন করে কানাডা বিএনপি। মানব বন্ধনে “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই” ও “আজকের রায় প্রহসনের রায়” ইত্যাদি লিখা ব্যানার নিয়ে গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদ করেন কানাডা বিএনপির নেতৃবৃন্দ।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে আয়োজিত এই মানব বন্ধনের সমাপ্তি ঘটে নেতা কর্মীদের বাংলা টাউন প্রদক্ষিণ এবং রেডহট সিজলিং তান্দুরী রেস্টুরেন্টের সভাকক্ষে এক প্রতিবাদ সভার মাধ্যমে।

কানাডা বিএনপির সভাপতি আহাদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কানাডা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী, রেশাদ চৌধুরী, মনিরুল হক মিলন, জাকরিয়া চৌধুরী, সৈয়দ তপন মামুদ, মুহাম্মদ হোসাইন, সিরাজুল হক চৌধুরী, আলী হোসাইন, আবু জহির মোহাম্মদ সাকিব, সঞ্জীব রায়, ফিরোজ আলম, ইমরান আহমেদ, খালেদ হোসাইন, মিজানুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম, মহিলাদল নেত্রী নাজমা হক ও রেহানা আকতার। সভার সঞ্চালনায় ছিলেন জাকির খান।

বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় মানবে না বাংলাদেশের জনগণ। এমনকি বিশ্ববাসীও এ রায় প্রত্যাখান করেছে। এ রায় মানুষ হত্যা করার রায়। বিচার বিভাগকে অবৈধভাবে ব্যবহার করে আওয়ামী সরকার মানুষ হত্যায় মেতে উঠেছে। বিএনপির নেতাকর্মীদের হত্যা করার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার চরম মানবাধিকার লঙ্ঘন করছে দাবি করে বক্তারা আরো বলনে, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে প্রবাসী বাঙালীদের। কানাডায় অবস্থানরত সকল বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে আহবান জানানো হয় এই সভা থেকে।

শেয়ার করুন