- মৌলভীবাজার প্রতিনিধি:
- মৌলভীবাজার জেলায় পর্যটন সমস্যা নিয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির বলেছেন, পর্যটন কিন্তু একটি বিশেষ সংস্থা বা মন্ত্রনালয়ের পক্ষে টোটাল ট্যুরিজম ডেভেলাপ করা সম্ভব না। কেন সম্ভব না সেটা বলছি যে, একটু আগে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা,যানবাহন সমিতি, ট্যুরিষ্ট পুলিশ,হোটেল মালিক ও সাংবাদিক প্রতিনিধি বললেন,প্রথমতো লয়েল অর্ডার,কানেকটিবিটি ট্যুরিজমের জন্য প্রপার একুমডেশন ফুড। আর সবচেয়ে হচ্ছে এলাকার মানুষের আচরণ। লয়েল অর্ডার তো লয়েল অর্ডার দেখবেন। লয়েল অর্ডার তো যারা কাজ করছেন আমাদের বিশেষ করে বাংলাদেশ পুলিশের প্রতিনিধি কাজ করছেন। একই সাথে স্থানীয় প্রতিনিধি ওজনগণ কাছ করছেন।
- ১২ অক্টোবর শুক্রবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন,পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি,প্রতিষ্ঠানের সাথে স্থানীয় পর্যটন উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
- তিনি বলেন, কনেকটিবিটি চাইলেই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বা আমাদের মিনিস্টি চাইলে পারবে রা। আজকে সন্ধ্যাবেলা ভিজিট করেছি,জায়গাগুলো আমি এর আগেও অনেকবার এসেছি, এটা ভেরি নেভার। অন্ধকার যে নিজেরই ভয় লাগে। আমার সাথে ইউএনও,সার্ভেয়ার ছিলেন,পর্যটনকে মডেল করার জন্য জায়গা দেখতে বেরিয়ে ছিলাম। তাদেরকে বললাম,জায়গা যদি পাওয়া যায়,এটা সেফ কিনা,এখানে এতোটা অন্ধকার অমাবশ্যাই বাদই দিলাম নরমাল সময় এতটা অন্ধকার। লয়েল অর্ডার তো পুলিশ করবেই। এই যে রাস্তাঘাট অন্ধকার লাইটিং বিদ্যুৎএর কাজটা কে করবে? পর্যটন কর্পোরেশন চাইলেও পারবেনা। আপনারা জানেন,বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হাম হাম জলপ্রপাত একটি সুপরিচিতি জায়গা। সেই জায়গাগুলো চিহিৃত করে আমাদের বাজেটে সেই জায়গার রাস্তা গুলোতে সহজ যাতায়াতের জন্য এলজিইডি ও মিনিস্টিতে একটি তালিকা দিয়েছি। আমরা বলেছি যে আপনাদের কারণেই আমরা রাস্তাটা করে ফেলি। আপনারা করে নেন। মুশকিল হচ্ছে এলজিইডির যে প্রাইওরিটি ট্রান্সফর্মেশন ট্যুরিজমটা তার চেয়ে ভিন্ন। আপনারা জানেন রাজনৈতিক কিছু বিষয় থাকে একই সাথে,সরকারের ও কিছু প্রাইওরিটি থাকে। পর্যটন কিন্তু সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে পাঁচবছর অতিক্রম করেছেন এই সময় আমাদের প্রধানমন্ত্রী যতœ নিয়ে যতটা কাজ করেছেন,এর আগে কিন্তু অন্য সরকার এতটা করেনি।
- ২০০৮ সালে শফিক আলম মেহেদি সাহেব মৌলভীবাজার জেলাকে পর্যটন ঘোষণা করা হলেও গেজেট প্রকাশ হচ্ছে না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান আখতারুজ্জামান বলেন,একটা আছে যে গেজেট দিয়ে বিশেষ পর্যটন বা সেখানে দাগ ,খতিয়ান নং দিয়ে সঠিকভাবে বা নির্ধারিত এলাকা একটি জেলা পর্যটন করা যায় কিনা আমার জানা নেই ।কয়েকটি বিষয়ে বলছি কুইক রেসপন্স এটা হচ্ছে তথা আমি মনে করি শ্রীমঙ্গলকে কিন্তু বলা হয় টি ক্যাপিটাল। আমরা যেহেতু যারা বাংলাদেশে আছি বার বার শ্রীমঙ্গলে আসি। প্রথমতো শ্রীমঙ্গলে আসেন তারা টি গার্ডেনে ঘুরতে যান। তারা যখন রাস্তার দুপাশে চায়ের বাগান গুলো দেখতে পান অন্যরকম অনুভুতি।
- শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন,পর্যটন শিল্পকে উন্নতিকল্পে যা যা করার দরকার এবং পর্যটন সংশ্লিষ্টও স্টেকহোল্ডারদেরকে নিয়ে মতবিনিময় করা হয়েছে। সেখানে পর্যটনসমস্যা গুলো তুলা ধরা হয়েছে,পর্যটন কর্পোরেশন চেয়ারম্যান স্যার শুনেছেন। পর্যটনের উন্নয়নের পর্যটন কর্পোরেশন যথেষ্ট নয়। এটার সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জড়িত আছে। যেমন এলজিইডি,স্বরাষ্ট্র,স্থানীয়র সরকার, যারা যারা আছে তাদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। পর্যটন কর্পোরেশনের উন্নয়ন করার যা যা করার তা করবে।
- তিনি আরও বলেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান স্যারকে সাথে রির্সোট নির্মাণের লক্ষে উপযুক্ত স্থান নিধারণ করেছি। শুক্রবার সারাদিন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান স্যার শ্রীমঙ্গল রাধানগর,ডলুবাড়ি,লাউয়াছড়া এলাকা পরিদর্শন করেছেন। পর্যটন কর্পোরেশন পূর্ণাঙ্গ রির্সোট অফিসসহ পর্যটকের জন্য যতটুকু বিনোদনের ব্যবস্থা করার জন্য তিনি বিভিন্ন স্পট ঘুরে দেখেন।’
- অনুষ্ঠানে নবাগত ইউএনও মো.নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল ইসলাম, মৌলভীবাজার পর্যটক পুলিশের ইন্সপেক্টর মো.মঈন উদ্দিন, সাংবাদিক মো.সাইফুল ইসলাম,টি হেভেন রির্সোটের সত্বাধিকারী আবু সিদ্দিক মো.মুসা,কালাপুর ইউপি চেয়ারম্যান মো.মুজিবুর রহমান মজুল,পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া,হোটেল মালিক আব্দুল আজিজ, ট্যুর গাইড তাপস দাস।
- এসময় উপস্থিত ছিলেন,গ্র্যান্ড সুলতান টি রির্সোট এন্ড হোটেলের পিআরও মো.নজরুল ইসলাম, টুরিষ্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক নোয়াব আলী, সাংবাদিক এম রকিব ,পরিবহন শ্রমিকের সভাপতি নুরু মিয়া প্রমুখ।
পর্যটন কিন্তু একটি বিশেষ সংস্থা বা মন্ত্রনালয়ের পক্ষে টোটাল ট্যুরিজম ডেভেলাপ করা সম্ভব না ,, শ্রীমঙ্গলে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির
শেয়ার করুন