ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কমলগঞ্জ শাখার শুভ উদ্ভোধন

 

কমলগঞ্জ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে বাংলাদেশ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর কমলগঞ্জ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩ অক্টোবর দুপুর ১২টায় ভানুগাছ বাজারে এ শাখার উদ্বোধনী অনুষ্টান অনুষ্টিত হয়।

ইসলামী ব্যাংক সিলেট শাখার জোনাল ব্যবস্থাপক মোঃ সাইদউল্ল্যার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ভানুগাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া  শফি, ইসলামী ব্যাংক লিঃ আম্বরখানা শাখার হেড অব ব্রাঞ্চ নুরুজ্জামান এড এবিসি। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ইসলামী ব্যাংক শখার ব্যবস্থাপক মুনজুরে এলাহী মিয়াজী,  ভানুগাছ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক সানোয়ার হোসেন, মামুনুর রশীদ, ব্যবসায়ী শংকর লাল সাহা, সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আব্দুহু,  অধ্যক্ষ মাসুক আহমেদ প্রমুখ।ইসলামী ব্যাংক লিমিডেটের এজেন্ট ব্যাংকিং কমলগঞ্জ  শাখা  পরিচালনা করছেন মোঃ সেলিম মিয়া। অনুষ্টানে গ্রাহক, ব্যবসায়ী,সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন