জালালাবাদ এসোসিয়েশন ঢাকা এর নির্বাচনে ফাহিমা খানম চৌধুরী মনি

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের ভুইগাঁও গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া এক উজ্জ্বল নক্ষত্র বিয়ের সুবাদে হয়েছেন মরহুম দেওয়ান ফরিদ গাজী এমপি সাহেবের পুত্রবধূ, গাজী আসফাক নাহিদের স্ত্রী। হাজিপুর থেকে হবিগঞ্জ সব জায়গার মানুষের কাছে প্রিয় এবং সম্মানিতা। সিলেটের গৌরব শশুড় দেওয়ান ফরিদ গাজী সাহেবের দোয়া, সততা ও আদর্শকে আঁখড়ে ধরে সততার সহিত রাজনীতি ও সামাজিকতার মাধ্যমে মানুষের সেবা করার উদ্দেশ্যে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আসন্ন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার নির্বাচন ২০১৮-২০১৯ এ মুবিন-জালাল-রউফ-এনাম পরিষদ থেকে যুগ্ম-সাধারণ সম্পাদক -১ পদে আমাদের গৌরব মরহুম দেওয়ান ফরিদ গাজী সাহেবের পুত্রবধূ, মাষ্টার মাইন্ড স্কুলের শিক্ষিকা, বিশিষ্ট রাজনীতিবিদ, সিলেট বিভাগীয় চাকুরীজীবী পরিষদের সাধারণ সম্পাদক, বহুগুনে গুনান্বিতা ফাহিমা খানম চৌধুরী মনি এবং উনার প্যানেলকে সকল সম্মানিত ভোটারগন আপনাদের মুল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন। 

 

মনজুর আলম চৌধুরী খোকন

প্যানেল মেয়র, কুলাউড়া পৌরসভা।

শেয়ার করুন