শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

এম এ রকিবঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার (৭৫) মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তির পরিচয় জানতে শ্রীমঙ্গল থানার ওসির ফেসবুকে একটি পোষ্ট দিয়েছেন কে এম  নজরুল। বর্তমানে লাশটি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
জানাযায়, গত(শনিবার) সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তিকে দ্রুতগামী কোনো এক যানবাহনে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতাবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে  সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (রোববার) ভোরে তিনি মারা যান।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, ‘মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য ফেসবুকে পোষ্ট দেয়া হয়েছে।  কারো জানা থাকলে থানায় যোগাযোগ করার অনুরোদ করছি।

পরিচয় না পেলে আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশটি দাফনের ব্যবস্থা করবে’।

 

শেয়ার করুন