ছয়ফুল আলম সাইফুলঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর সোসাইটি,কুলাউড়ার আরও একটি ব্যতিক্রমী উদ্যোগে দ্রুত এগিয়ে যাচ্ছে নবগঠিত স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। সংস্থাটির একের পর এক সময়োপযোগী কর্মসূচি আর দৃষ্টিনন্দন নানা কর্মকাণ্ড ইউনিয়নের সকল শ্রেণীপেশার মানুষের মনে স্থান করে নিয়েছে। আর এসব কিছুর নেপথ্যে আছেন হাজীপুর ইউনিয়নের কৃতি সন্তান সংস্থাটির প্রতিষ্ঠাতা মেজর (অব) নুরুল মান্নান চৌধুরী। তাঁর সঠিক দিকনির্দেশনায় ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল,ফজলুল হক, মইনুল ইসলাম সহ সংগঠনের কর্মীরা দিনরাত কাজ করছেন।
এই বছরের ভয়াবহ বন্যার পর হাজীপুর সোসাইটির জন্ম। এই সামান্য সময়ে সংস্থাটি মানুষকে ত্রাণ দেওয়ার পাশাপাশি স্বনির্ভর করার অনেক উদ্যোগ নিয়েছে। বিতরণ করেছে হাঁস, মুরগী, ছাগলসহ বিভিন্ন কৃষি উপকরণ । বন্যার পর হাজীপুর, শরীফপুর ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে সাপে কাটার ঘটনা ঘটে, এমনকি নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ছাত্রী স্বর্ণা সুত্র ধর ও মানগ্রাও গ্রামের কৃষক আলকিছ মিয়া সাপে কাটায় আহত হন এবং কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র কনক পালের মৃত্যু ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একের পর এক ভাইরাল হতে থাকে একেকটি ঘটনা। এসব ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতংক বিরাজ করে ঠিক তখই হাজীপুর সোসাইটি, কুলাউড়া প্রতিষ্টাতা মেজর (অব) নূরুল মন্নান চৌধুরী বেশ কয়েকটি উদ্যোগ গ্রহন করে।
সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় লিফলেট বিতরণ, সাপ তাড়ানোর জন্য বাড়ী বাড়ী এসিড বিতরণ, জরুরী প্রয়োজনে ভেকসিন সরবরাহ করার উদ্যোগ গ্রহন করেন। এরই অংশ হিসাবে গতকাল ১৪ অক্টোবর, রবিবার নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে হাজারও ছাত্র/ছাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও হাজীপুর সোসাইটি, কুলাউড়ার সহ-সভাপতি রেজাউর রহমান চৌধুরী কয়ছর, সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সোসাইটির সদস্য সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল প্রভাত চন্দ্র শর্ম্মা এবং শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। এছাড়াও আজ ১৫ অক্টোবর, রবিবার সকাল ১১ টায় কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় দুই হাজার ছাত্র/ছাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কানিহাটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ওয়াদুদ বক্স ও অভিভাবক সদস্য ছয়ফুল আলম সাইফুল, প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ সহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। আগামী কাল থেকে হাজীপুর শরীফপুর ইউনিয়নের অন্যান্য স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হবে।
প্রকাশ আবশ্যক, সংস্থাটির পক্ষ থেকে গতকাল হৃদরোগী অমিকে ১০ হাজার টাকা, এর আগে ক্যান্সারে আক্রান্ত মান্নাকে ২০ হাজার টাকা, কিডনী রোগী সুফিয়ানকে ৮ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় তাছাড়া হাজীপুর সোসাইটি, কুলাউড়া ইতিপূর্বে ২৫টি পরিবারের মধ্যে দুটি করে ছাগল, ১০টি করে হাঁস, প্রচুর পরিমাণ ত্রানসামগ্রী, বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ টাকা সহ ১২৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করে আর্তমানবতার সেবায় উপজেলার মধ্যে শীর্ষ স্থানে রয়েছে হাজীপুর সোসাইটি, কুলাউড়া। হাজীপুর সোসাইটির প্রতিটি অনুষ্টানে হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু ও কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম অংশ গ্রহন করে সংগঠনকে ব্যাপক উৎসাহ প্রদান করছেন।