শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কমলগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এবং কমলগঞ্জ উত্তরবাগ পূজা মন্ডপে সনাতন ধর্মালম্বীদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন।
তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। সার্বজনীন পূজা মন্ডপগুলোতে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বী এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন্ কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোছাদ্দেক আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, প্রফেসর হারুনুর রশিদ, ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিদ আলী প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মীরা অংশ নেয়।