স্টাফ রিপোর্টার\ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ১৭ অক্টোবর জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয় করা, ঔষধের দাম কেটে বেশি দাম লেখা, যথাযথ কর্তপক্ষের কাছ থেকে লাইসেন্স না আনা, পার্লারে নি¤œ মানের এবং মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধে অনিমা ডিপার্টমেন্টাল স্টোরকে ১ হাজার ৫ শত টাকা, বদরুল ষ্টোরকে ১ হাজার টাকা, বিসমিল্লাহ মেডিসিন কর্ণারকে ৩ হাজার টাকা, সাজ বিউটি পার্লারকে ১ হাজার টাকাসহ মোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন জুড়ী থানার পুলিশ ফোর্স।