স্টাফ রিপোর্টার:শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ১৬ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে সনাতন ধর্ম সার্বজনীন সেবা সংঘের উদ্যোগে আড়াইশ দরিদ্র মানুষের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংঘের সভাপতি অমিয় কুমার অধিকারীর সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রতিশ্রæতি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আলহাজ্ব ডঃ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি।এ সময় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম,মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফুর রহমান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল,রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল,মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরপদার,কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান,অধ্যাপক হারুনুর রশিদ ভূইঁয়া,সাবেক আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূইঁয়া,আদমপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজির বক্স, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসিদ আলীসহ দলীয় নেতাকর্মী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসবে দরিদ্রদের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ
শেয়ার করুন