শ্রীমঙ্গলে কুমারীপূজায় কুমারী হলো হবিগঞ্জের অন্দ্রিলা

  •  
  • বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
  • সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী। এ দিনের মূল পর্ব কুমারীপূজা। সারাদেশের বিভিন্ন স্থানের মতো পর্যটননগরী শ্রীমঙ্গলেও অনুষ্ঠিত হয়েছে কুমারীপূজা।
  • বুধবার (১৭ অক্টোবর) শ্রীমঙ্গলের শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে দুপুরে এই পূজো সুসম্পন্ন হয়। হাজারো ভক্তের উপস্থিতিতে অগ্নি, জল, বস্ত্র, ফুল ও বাতাস- এই পাঁচ উপকরণে দেয়া হয় ‘কুমারী’ মায়ের পূজা।
  • হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে, সব নারী ভগবতীর একেকটি রূপ হলো কুমারী। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। সাধারণত ১ থেকে ১৬ বছরের সুলক্ষণা কুমারীকে পূজা করা হয়। কুমারী পূজার মাধ্যমে নারী জাতি হয়ে উঠবে পূতঃপবিত্র ও মাতৃভাবাপন্ন।
  • শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে অনুষ্ঠিত এই কুমারী পূজায় কুমারীর নাম অন্দ্রিলা চক্রবর্তী। তার পিতার নাম চয়ন চক্রবর্তী এবং মায়ের নাম বর্ণালী চক্রবর্তী। সে হবিগহঞ্জের রামচরণ প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
  • আসছে শুক্রবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় এই দুর্গোৎস।
শেয়ার করুন