শ্রীমঙ্গলে এসি (ল্যান্ড) পদ শূন্য

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 

মৌলভীবাজার জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা শ্রীমঙ্গল। অথচ এ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকায় নামজারি, বিবিধ মোকদ্দমা, সরেজমিন তদন্ত নিয়ে নানান শ্রেণি পেশার ভুক্তভোগী মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন। তাছাড়া জমিজমা বিক্রি করতে গিয়ে নাম জারি না পাওয়াতে মানুষজন বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। 
গত ২৬শে সেপ্টেম্বর সহকারী কমিশনার ভূমি আশেকুল হক পদোন্নতি পেয়ে কুলাউড়া উপজেলায় ইউএনও পদে যোগ দেন। এর পর থেকে শূন্য পদে কোনো এসি ল্যান্ড নিয়োগ দেয়া হয়নি। এদিকে গত ২৭শে সেপ্টেম্বর ইউএনও পদে নজরুল ইসলাম শ্রীমঙ্গল উপজেলায় যোগদান করেন। তিনি তার দাপ্তরিক কাজের বাইরে গিয়ে সরকারের উচ্চ পদস্থ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ভিআইপি প্রটোকল ও পূজা মণ্ডপে আইনশৃঙ্খলার রক্ষায় ব্যস্ত থাকতে হচ্ছে। সে কারণে তিনিও এসি ল্যান্ড অফিসে সময় দিতে পারছেন না। 
শেয়ার করুন