মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো, কানাডার উপদেষ্টা বাবু রঙ্গলাল দেব চৌধুরী আর আমাদের মধ্যে নেই

জালালাবাদবার্তা.কমঃ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক এবং বাংলাদেশ বেতার সিলেটের সাবেক এই সংগীত পরিচালক গতকাল ১৮ অক্টোবর ২০১৮ বিকাল ৫ ঘটিকার সময় টরন্টোর সেইন্ট মাইকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিব্যান্ লোকান্ সঃ গচ্ছতু।

১৯৩৬ সালে শ্রীমঙ্গলে জন্মগ্রহন করা বাবু রঙ্গলাল দেব চৌধুরীর বয়স হয়েছিল ৮২ বছর। তিঁনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এসোসিয়েশনের এই উপদেষ্টার মৃত্যুতে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো, কানাডার সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী এবং সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। জালালাবাদবার্তা.কম এর পক্ষ থেকেও মৃতের আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেন জালালাবাদবার্তা.কম এর নির্বাহী সম্পাদক ও মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো, কানাডার উপদেষ্টা আব্দুল কুদ্দুছ চৌধুরী।

 

শেয়ার করুন