এস এ চৌধুরী জয়ঃ
সিলেটবাসীর বৃহত্তম আঞ্চলিক সংগঠন ঢাকাস্থ “জালালাবাদ এসোসিয়েশন” এর ২০১৮-১৯ কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে ড. এ কে আব্দুল মুবিন-জালাল আহমেদ-এম আব্দুর রউফ-মোহাম্মদ ইমাম মেহদী চৌধুরী এনাম প্যানেলের এক মত বিনিময় সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে যানা যায়, গত বুধবার (১৭অক্টোবর) বিকাল ৫টায় রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ফরাসত আলী। ‘গড়ে তুলি সমৃদ্ধ জালালাবাদ’ শ্লোগানে উক্ত প্যানেলের প্রার্থীদের পরিচিতি তুলে ধরেন সভাপতি প্রার্থী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. এ কে আব্দুল মুবিন।
ড. মুবিন প্যানেলের প্রার্থীদের মধ্যে সভায় বক্তব্য রাখেন জালাল আহমেদ, আব্দুল মজিদ চৌধুরী, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, আব্দুর রউফ, সৈয়দ আব্দুল মুক্তাদির, ফাহিমা খানম চৌধুরী মণি প্রমুখ।
সভায় বক্তারা জানান, জালালাবাদ এসোসিয়েশন নির্বাচনে এই প্যানেল বিজয়ী হলে সিলেট বিভাগের সর্বত্রই সার্বিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। সেই সাথে আগামীতে শিক্ষার্থীদের জন্য ছাত্র বিষয়ক একটি দফতর অর্ন্তভূক্তির আশ্বাস প্রদান করা হয়।
অনুষ্ঠানের ২য় অধিবেশনে মোর্শেদুর রহমানের পরিচালনায় মৌলভীবাজারের রাজনগর উপজেলাস্থ চৌধুরী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মজিদ চৌধুরী শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। অতঃপর চৌধুরী কল্যাণ পরিষদের পৃষ্ঠপোষকতায় সিলেট বিভাগের চার জেলার ঢাকায় পড়ুয়া শিক্ষার্থীদের বাছাইয়ের মাধ্যমে ২৫জনকে বৃত্তি প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে এসোসিয়েশনের ভোটার, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ঢাকায় পড়ুয়া সিলেটী শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন উপস্থিত ছিলেন।