শেখ রাসেলের জন্ম বার্ষিকী পালন করেছে শিশু একাডেমির শিশুরা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শিশু একাডেমী মিলনায়তনে জাতীর জনক শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্ম বার্ষিকি উপলক্ষে কেক কাটা, বৃক্ষরোপন আলোচনা সভা, কবিতা চিত্রাকংন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ অক্টোবর সকাল ১০টায় জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের অংশগ্রহনে এই অনুষ্ঠান পালন করা হয়েছে। জেলা শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হযরত শাহ মোস্তফা (রাঃ) কলেজের অধ্যক্ষ মোঃ মুশফিকুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী অফিসার মোঃ ইয়াহইয়া, চারুকলা শিল্পী শেখ নাঈম দিপু, । শতাধিক শিশুদের অংশগ্রহনে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে শিশু একাডেমী প্রাঙ্গনে ফলজ ও বনজ বৃক্ষরোপন করা হয়। প্রধান অতিথি সহ অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরষ্কার ও সনদ বিতরন করেন।

শেয়ার করুন