মৌলভীবাজারে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জাতীয় ক্ষুদ্র ও কটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) ও এসএমই ফাইন্ডেশন এর যৌত আয়োজনে ৫দিন ব্যাপী (১৭-২১) “বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করা হয়েছে। জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে বুধবার সকালে নাসিব সভাপতি সাংবাদিক বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও নাসিব সচিব মাহমুদুর রহমান ও এডভোকেট শেকুল আহমদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান, অগ্রণী ব্যাংক লিঃ এর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) বিশ্বজিৎ দাস, মৌলভীবাজার বিসিক এর উপ-ব্যস্থাপক মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ডা. জিল্লল হক, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রোকেয়া চৌধুরী, বিসিক সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিন ও প্রশিক্ষক মনজুরুল হক ও সাংবাদিক মাওলানা মতিউর রহমান।

শেয়ার করুন