স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে স্মার্ট পেট্রোলিং বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বন্যপ্রাণী ও আবাসস্থল উন্নয়ন-এর আয়োজনে ২০ অক্টোবর শনিবার সকাল ১১টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শামছুর মোহিত চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বন সংরক্ষক মো. জাহিদুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান। প্রশিক্ষণে লাউয়াছড়া, কালাছড়া ও চাউতলী বনবিটের কর্মকর্তারা ছাড়াও বন টহল দলের বিভিন্ন দলের ৬জনসহ মোট ১০ জন ৫দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
স্মার্ট পেট্রোলিং প্রশিক্ষণ
শেয়ার করুন