স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের আসন্ন নির্বাচন উপলক্ষে ড. এ কে আব্দুল মুবিন-জালাল আহমদ-এম আব্দুর রউফ-মোহাম্মদ ইমাম মেহদী চৌধুরী এনাম পরিষদের এক নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান এর সভাপতিত্বে ও কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এস এ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদপ্রার্থী ফাহিমা খানম চৌধুরী মণি, শিক্ষা, সাহিত্য ও প্রচার সম্পাদক প্রার্থী মাহমুদা আক্তার মীনা, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, ক্রীড়া, চিত্ত বিনোদন ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএমপি) মোহাম্মদ নুরুল আমিন, পুলিশ হেডকোয়ার্টারের এএসপি মাহমুদুল হাসান, এ এফ এম শহীদুল ইসলাম সেলিম, লেখক-গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাহীন আহমেদ, ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র তারেক রহমান প্রমুখ।
জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেয়ার করুন