স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ ঠাকুরবাড়ী মাঠে সনাতন ধর্ম সার্বজনীন সেবা সংঘের উদ্যোগে ১৯ অক্টোবর শুক্রবার রাতে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংঘের সভাপতি অমিয় অধিকারীর সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী সাদেক হোসেনের সঞ্চালনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেশ চন্দ্র দেবনাথ, শিক্ষক রসমোহন সিংহ, আব্দুল গণি, এডভোকেট আলকাছ মিয়া তালুকদার, উপেন্দ্র দেব, ব্যাংকার অমিয় অধিকারী ও সংস্কৃতিকর্ম ভূবন মোহন সিংহকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূইঁয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য বশির বক্স, শিক্ষক আলতাফ মাহমুদ তালুকদার ও আদমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাইয়ুম বক্ত।