স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের সাটিয়া কেশবচর রোড়ের টু পেইজ পরিবর্তন করে ত্রি পেইজ কাজ করা সময় ঠিকাদারী প্রতিষ্ঠানর একজন শ্রমিক নিহত হয়। তার নাম মুরাদ (২৯) বাড়ী গাইবান্ধা জেলায়। প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় ইলেক্টিক অফিস থেকে জানা যায় কুঠির উপরে লাইন সংযোগ দিতে অফিসে মোবাইল ফোনে ঐ শ্রমিক কারেন্টের সংযোগ বন্দ করে দিতে বললে অফিস ৫মিঃ অপেক্ষা করো,ফিরতি যানানুর পর শ্রমিক কে কাজ করতে বলা হলেও সে অফিসের ফিরতি কল আসার আগেই কাজ করতে উঠা মাত্র সর্ট লেগে উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।তাৎক্ষনিক সহযোগি শ্রমিক ও এলাকাবসীর সাহায্য প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান সেখানে তার অবস্থা অবনতি দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।সেখানে চিকিত্সাধীন অবস্থায় ১৯ অক্টোবর শুক্রবার মারা যায়। লাশ সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে রয়েছে।
কাজ করার সময় বিদুৎ এর শ্রমিক নিহত
শেয়ার করুন