স্টাফ রিপোর্টার॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মৌলভীবাজারের সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের ফাঁড়ি(ডিভিশন) পলকীছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রত্যাশা নবীন সংঘের উদ্যোগে “ প্রত্যাশা” নামক সাহিত্য সংকলণের মোড়ক উন্মোচন করা হয়। বৃহস্পতিবার ১৮ অক্টোবর সন্ধ্যা রাত সাড়ে ৬টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ সংকলণের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী। শরীফপুর ইউনিয়নের সদস্য গনেশ গোয়ালার সভাপতিত্বে ও রাম বচন কৈরীর সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শলীফপুর ইউপি চেয়ারম্যান মো. জুনাব আলী, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, কিরণ সাহিত্য সংস্থার সভাপতি কাঞ্চন রায় ও চা ছাত্র যুব পরিষদের সদস্য সজল কৈরী।