ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ১৮ অক্টোবর বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, যথাযথ কর্তপক্ষের কাছ থেকে লাইসেন্স না আনা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী করা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্যপণ্য বিক্রি করা,প্রতিশ্রুত পণ্য না দেওয়াসহ বিভিন্ন অপরাধে বাইক্কা বিল রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, ভাই ভাই ভেরাইটিজ স্টোরকে ১ হাজার টাকা, শুকরিয়া রেষ্টুরেন্টকে ৫ শত টাকাসহ মোট ১১ হাজার ৫ শত  টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স।

শেয়ার করুন