স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যাপ গ্রুপ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের চলমান গণস্বাক্ষর কর্মসূচীর অংশ হিসেবে একাটুনা ইউনিয়ন সমন্নয় কমিটির আয়োজনে ২০ অক্টোবর শনিবার উলুয়াইন ইসলামীয়া আলিম মাদ্রাসা এবং বড়কাপন মহিলা দাখিল মাদ্রাসা ও উত্তর মুলাইম মলি¬কসরাই আলিম মাদ্রাসায়গণ সাক্ষর কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
উলুয়াইন ইসলামীয়া আলিম মাদ্রাসা প্রিন্সিপাল মা: বশির আহমদ , বড়কাপন মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার,মা: আব্দুল মুকিদ ও উত্তর মুলাইম মলি¬কসরাই আলিম মাদ্রাসার সহকারী সুপার আব্দুল হালিম গনসাক্ষর কর্মসূচির শুভ সুচনা করেন।
সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম এর পরিচালনায় উলুয়াইন ইসলামীয়া আলিম মাদ্রাসায়, বড়কাপন মহিলা দাখিল মাদ্রাসায় সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমদ এর পরিচালনায় ও উত্তর মুলাইম মলি¬কসরাই আলিম মাদ্রাসায় সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের অর্থ সম্পাদক জুয়েল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠান কার্যক্রম শুর“হয়।
এ সময় উপ¯ি’ত ছিলেন প্রধান অতিথি বিশিষ্ট নাট্যকার ও সংগঠক, সমন্বয়ক সভাপতি .সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ ,খালেদ চৌধুরী ,সিনিয়র সহ সভাপতি .বকসি ইকবাল আহমেদ ,সহ সভাপতি এ কে এম আখলু, জেলা যুব সংস্হার প্রতিস্টাতা সভাপতি ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ সাধারন সম্পাদক আলিম উদ্দিন হালিম ,সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ যুগ্ন সম্পাদক শামীম আহমদ,সহ সাংঠনিক ফয়ছল মনসুর,সহ প্রচার সম্পাদক শহিদ আহমদ,সহ আন্তর্জাতিক সম্পাদক কাইয়ুম আহমদ, কার্যকারী সদস্য হুমায়ুন আহমদ,রহমান মামুন ,সুয়েব আহমদ,সালেহ আহমদ,শাহ্ মোস্তফা রক্তসেবা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা যুব সংস্হা সদস্য শাহ র“বেল আহমদ,নাজমুল ইসলাম ফরিদ,সৌরব আহমদ,সোহাগ আহমদ,আল আমিন প্রমুখ।
সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে সহস্রাধিক মাদ্রাসার ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এই গণস্বাক্ষর কর্মসূচীতে স্বাক্ষর প্রদান করেন এবং অবিলম্বে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান।