বড়লেখায় ১৮ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় মেধা বিকাশে উপজেলার বর্ণি ইউনিয়নের ১৮ কৃতী শিক্ষার্থীকে গত বুধবার বৃত্তি দিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন বড়লেখা শাখা। এরমধ্যে এবার মেডিক্যালের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এসএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮জন শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে ২৮ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

 বর্ণি ইউপির উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সদস্য মো. আব্দুল মুহিতের সভাপতিত্বে ও শিক্ষক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক বিধান চন্দ্র দাস, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বড়লেখা শাখার আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, সদস্য সচিব ও পৌর কাউন্সিলার জেহিন সিদ্দিকী, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বর্ণি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, আ’লীগ নেতা আব্দুল লতিফ, নাজমুল ইসলাম শফাত, জুবায়ের আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কায়েদে আজম, ফকিরবাজার দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি শামীম আহমদ, প্রধান শিক্ষক শশাংক চন্দ্র দাস, ইউপি মেম্বার নাজিম উদ্দিন, যুবলীগ নেতা শামীম আহমদ সায়েম, ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম আকাশ, তানভির হোসেন, সাহেদ আহমদ জিসান, জাহেদ আহমদ, জামিল হোসেন, আব্দুস সামাদ, মিজানুর রহমান ও সাঈদ হাসান তালহা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌসুমী প্রমুখ।

 

শেয়ার করুন