এ এইচ এম হুমায়ূন মালিকঃ
এ যুগের সবচাইতে বড় দাবি বুঝিবা সৃজনশীল ও দক্ষ নেতৃত্ব। বিশ্বের সর্বত্রই যেন এ ধরনের নেতার সন্ধান চলছে। এ কালের মানুষদের অনেকেই তাদের কৈশোর কিংবা তারুণ্য অতিবাহিত করেছে শিল্প-বিজ্ঞান-সাহিত্য এবং রাজনৈতিক ক্ষেত্রে জগদ্বিখ্যাত অতিবড় সব মনীষী ব্যক্তির চিন্তা-ভাবনার দ্বারা আচ্ছন্ন হয়ে।
গড়ে তুলি সমৃদ্ধ জালালাবাদ, এই লক্ষ্যে যিনি একটি দলের সাথে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আমাদের সবার প্রিয় মোঃ ইমাম মেহদী চৌধুরী এনাম। পেশাগতভাবে তিনি একজন ব্যবসায়ী। সমাজে তাঁর পরিচিতি একজন ভাল সমাজসেবক ও সাদামনের সংগঠক হিসাবে। প্রিয় মোঃ ইমাম মেহদী চৌধুরী এনামকে কোষাধ্যক্ষ পদে ভোট দিয়ে সমৃদ্ধি ও সম্প্রীতির জালালাবাদ এসোসিয়েশন গড়ার সুযোগ দিন।
তিনি ডঃ এ কে আব্দুল মুবিন, জালাল আহমেদ, এম আব্দুর রউফ, মোঃ ইমাম মেহদী চৌধুরী এনাম প্যানেলের একজন দক্ষ সংগঠক। আগামী ২৭ অক্টোবর জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার নির্বাচনে তিনি ৩৩জনের একটি প্যানেল নিয়ে নির্বাচন করবেন এবং সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবেন। ইনশাআল্লাহ।
সুন্দর জালালাবাদ গঠনে তিনি সবার দোয়া ভালবাসা সমর্থন ও ভোট প্রত্যাশী।