আঞ্চলিক মহাসড়কে ফের বাস সার্ভিস

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়া চান্দগ্রাম ভায়া জুড়ী আঞ্চলিক মহাসড়কে বাস সার্ভিস ফের চালু করা হয়েছে। এই সার্ভিসটি কয়েক বছর যাবৎ বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। যাতায়াতে গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া। চান্দগ্রাম হতে মৌলভীবাজার পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি ছিল গর্ত খানাখন্দকে পরিপূর্ণ। এ জন্য বাস মালিকরা তাদের বাস সার্ভিস প্রায় বন্ধ করে দিয়েছিল। ফলে এই রুটে বেড়ে যায় সিএনজি অটোরিক্সা এবং ব্যাটারী চালিত ছোট ছোট যানবাহনের চলাচল। প্রায় সময় এসব যানবাহনে রোড এক্সিডেন্টে ঘটেছে অনেক প্রাণ হানির ঘটনা।

সাম্প্রতিক সময়ে এই সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সরকারও বরাদ্দ দিয়েছে অর্থ। ফলে, সড়কটির নানা স্থানে খানাখন্দক গর্ত ভাঙ্গা-চোড়ার অবসান ঘটেছে। কুলাউড়া থেকে চান্দগ্রাম সড়ক ও কুলাউড়া থেকে ফুলতলা সড়কে বাস সার্ভিসটি চালু হয়েছে। প্রথমে পরীক্ষামূলক কুলাউড়া থেকে ফুলতলা সড়কে সার্ভিসটি গত কয়েক মাস পূর্বে চালু করা হয়। এরপর ১৫ অক্টোবর সোমবার থেকে চালু করা হয় কুলাউড়া থেকে চান্দগ্রাম ভায়া জুড়ী সড়কে বাস সার্ভিস। এই সার্ভিসটি চালু হওয়ায় এলাকার যাত্রীসাধারণ যারপর নাই খুশি। উদ্বোধনী দিনে বাস যাত্রী হয়েছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি পশ্চিম জুড়ী ইউনিয়ন শাখার সহ-সভাপতি কাজী আমজাদ হোসেন। তিনি এই প্রতিনিধির সাথে আলাপকালে জানান এই রুটে দীর্ঘদিন পর বাস সার্ভিসটি চালু হওয়ায় যাত্রীসাধারণের যাতায়াতের কষ্ট অনেকটা দূর হয়েছে। সার্ভিসটির ড্রাইভার ও কন্ডাকটরের ব্যবহারে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

বাস সার্ভিসটির কুলাউড়া শাখার সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা শামীম আহমদ জানান, রাস্তা সংস্কার করায় অনেক কষ্ট করে মালিকদের আশ্বস্থ করে আমরা সার্ভিসটি চালু করেছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে যাত্রীদের নিরাপদ ভ্রমণসহ সর্বোচ্চ সেবা দেয়া। এক্ষেত্রে আমরা যাত্রীদের সাথে পরিবহন শ্রমিকদের আচরণের দিকটি কঠোর ভাবে দেখে থাকি।

শেয়ার করুন