কমিউনিটি বেইজড ট্যুরিজম প্রশিক্ষানার্থীদের সার্টিফিকেট প্রদান ও সমাপণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার॥ কমিউনিটি বেইজড ট্যুরিজমের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশে কমিউনিটি বেইজড ট্যুরিজম উন্নয়নের লক্ষ্যে আজিয়ার ফেয়ার ট্রেড লিমিটেড ২০০২ সাল থেকে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে সহযোগিতা ও আজিয়ার ফেয়ার ট্রেড লিমিটেড পৃষ্ঠপোষকতায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুবিল মাঝের গাঁও কমিউনিটি বেইজড ট্যুরিজম নামে একটি কমিউনিটি বেইজড ট্যুরিজম এলাকা গড়ে তোলা হয়েছে। এই অনন্য কর্মকান্ডে ভানুবিল মাঝেরগাঁও এ নির্বাচিত ১২ টি পরিবারকে কমিউনিটি বেইজড ট্যুরিজমের ঘর গোছানো, রান্না,স্বাস্থ্যবিধি,ব্যাক্তিগত সুরক্ষা সনঞ্জাম, ভ্রমণ সুচি, ট্যুও গাইডিং ও পর্যটন ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

২০ অক্টোবর বিকেলে কমলগঞ্জের আদমপুর ভানুবিল কৈশাম মন্ডপ প্রাঙ্গণে প্রশিক্ষানার্থীদের সার্টিফিকেট তোলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রধাননির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত সচিব) মোঃ জাহাঙ্গীর হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ মাহমুদুল হক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি ,মনিপুরী কমিউনিটির উপর গবেষক, লেকচারার, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল ইয়াছনীন আরা। এসময় অন্যানদেও মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, মৌলভীবাজার জেলার ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনউদ্দীন।

শেয়ার করুন