শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের(রেজিনং-২৫১) ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর রোববার সকালে শ্রীমঙ্গল শহরের শ্রীমঙ্গল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মাহবুর রেজা এর সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাকারিয়া আহমদ।
সংগঠনের সাংগঠানক সম্পাদক মো: আহমদ হোসেন চৌধুরী হাসানের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা আলহাজ্ব মো: কুতুব উদ্দীন মহুরী, সহ-সভাপতি আক্তার হোসেন ভাঁইয়া মিন্টু, মো: মিজানুর রহমান মানিক, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় কান্তি ভট্টাচার্য্য কাঞ্চণ, কোষাধ্যক্ষ মো: আমিনুর রহমান আমিন, প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক মো: আলমগীর চৌধুরী ও শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় চক্রবর্তী প্রমুখ। এছাড়াও সাধারণ সভায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদসহ সংগঠনের আঞ্চলিক ও ইউনিট প্রতিনিধিগণ তাদের সংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের(রেজিনং-২৫১) ৫৪তম বার্ষিক সাধারণ সভা চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।