কমলগঞ্জে বিএমইটি মেধাবৃত্তি পরীক্ষা

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের আদমপুর তেঁতইগাঁও রসিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে মণিপুরি মুসলিম, মীতৈ মণিপুরি ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বিএমইটি মেধা পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) এর ব্যবস্থাপনায় গতকাল রোববার ২১ অক্টোবর সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ৭৮ জন, অষ্টম শ্রেণির ৫৮ জন ও দশম শ্রেণির ৫৫ জনসহ মোট ১৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ।
বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক বিজ্ঞান এই তিন বিষয়ে পরীক্ষা হচ্ছে। দুই দিনব্যাপী এ পরীক্ষা শেষ হবে আগামী ২৩ অক্টোবর মঙ্গলবার। অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিব এর দায়িত্বে রয়েছেন বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর সভাপতি ও তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন। হল সুপারের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সা. সম্পাদক ও আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয়, সহ. শিক্ষক মো. শাহাব উদ্দিন।
উলে¬খ্য, এছাড়া ২০০১ সন হতে শুধুমাত্র মুসলিম মণিপুরি শিখক্ষার্থীদেও নিয়ে এ পরীক্ষা শুরু হলেও বিগত বছর থেকে দশম শ্রেণিতে পাঙাল (মুসলিম মণিপুরি) শিক্ষার্থীর পাশাপাশি মীতৈ ও বিষ্ণুপ্রিয়া শিক্ষার্থীরা অংশ গ্রহণ করছে।

শেয়ার করুন