প্যানেল পরিচিতি সৈয়দা সীমা করিম

সৈয়দা সীমা করিম
ব্যারিস্টার-এট-ল
এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
পিতা: জনাব সৈয়দ বজলুল করিম
মাতা: আছমা বেগম
পৈত্রিক সূত্রে মৌলভীবাজারের স্থায়ী বাসিন্দা
শিক্ষাজীবন: ২০০০ সালে এস.এস. সি ও ২০০২ সালে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাশ করেন ভিকারুননিসা স্কুল ও কলেজ হতে।
২০০৪ সালে ডিপ্লোমা-ইন-ল ইউনিভার্সিটি অফ লন্ডন
২০০৭ সালে এল.এল.বি অনার্স ইউনিভার্সিটি অফ লন্ডন
২০০৮ সালে বার-এট-ল লিংকন্স ইনন্ ও পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা নর্দামব্রিয়া ইউনিভার্সিটি, নিউক্যাসেল, ইউ, কে।

কর্মজীবন: ২০০৯ সালে বাংলাদেশ বার কাউন্সিল হতে এডভোকেটশীপ সনদ গ্রহণ করেন এবং বর্তমানে সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কোম্পানির লিগাল এডভাইজর হিসেবে আইনি সহায়তার পাশাপাশি ব্যক্তি পর্যায়ে রিট, সিভিল ও ক্রিমিনাল মামলায় দক্ষতা ও সুনামের সাথে সাধারণ মানুষের আইনি সহায়তা দিয়ে থাকেন।
সামাজিক সংগঠন সমূহের সাথে সম্পৃক্ততা: জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য মৌলভীবাজার জেলা সমিতির সাবেক কার্যনির্বাহী ও আজীবন সদস্য। বৃহত্তর সিলেট মিরপুর সমিতির কার্যনির্বাহী সদস্য, দুর্জয় ক্লাব, মৌলভীবাজার এর সম্মানিত উপদেষ্টা সদস্য, চিটাগাং ক্লাব লিমিটেড, সাধারণ সম্পাদক, এসোসিয়েশন ছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

রাজনৈতিক পরিচয়: মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও বর্তমানে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদিকা।

গবেষণা কার্যক্রম: আই.এম.এফ ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে বাংলাদেশের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক গবেষণা ধর্মী প্রজেক্টের একজন সদস্য হিসেবে বিভিন্ন পাবলিকেশনের অংশ গ্রহণ, আইন বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিশু আইন ২০১৩ নিয়ে কাজ করেছেন।

তিনি বর্তমানে জার্মানির বিখ্যাত আন্তর্জাতিক কনরার্ড এডিনর ফাউন্ডেশন, স্কুল অফ ইয়ং পলিটিশিয়ন, জার্মানি। এই সংগঠনে বাংলাদেশ থেকে একমাত্র তরুণ রাজনীতিবিদ হিসেবে প্রতিনিধিত্ব করছেন।

এছাড়াও তিনি শ্রীলংকা, মালয়েশিয়া, চীন, সুইডেন, জার্মানি, ফ্রান্স, ইটালি, সুইজারল্যান্ড, আমেরিকাসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

জালালাবাদ অঞ্চলের তরুণ-তরুণীদের বিশেষ করে মহিলাদের শিক্ষিত ও স্ব-নির্ভরশীল করে তুলার লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন এবং তরুণদের প্রতিনিধি হিসেবে এবার তিনি জালালাবাদ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জনাব কয়েস সামি-নাসিরউদ্দীন মিঠু-এডভোকেট জসিম-নাজমুল ইসলাম প্যানেল হতে মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রার্থিতা করছেন।

শেয়ার করুন