ছয়ফুল আলম সাইফুল, বিশেষ প্রতিনিধিঃ
বর্ণাঢ্য র্যালী, সড়কে দূর্ঘটনা সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন, আলোচনা সভা, লিফলেট বিতরণ ও মানববন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামন হতে র্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিআরটিএ’র ও নিরাপদ সড়ক চাই নিসচা এর উদ্যোগে এই র্যালী বের করা হয়।এতে পুলিশ, সওজ, নিরাপদ সড়ক চাই (নিসচা), বিএনসিসি, স্কাউট, গার্ল্ড গাইড, সিএনজি পরিবহণ শ্রমিকদের বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন অংশ নেন। র্যালী থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে দূর্ঘটনা সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সড়ক নিরাপত্তায় বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যে ব্যক্তিগত নিরাপত্তা সচেতনতার বিষয়টি গুরুত্ব পায়। এদিকে সদর উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে শহর ও সদর উপজেলার বিভিন্ন মোড়ে ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।
এসব কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, সরকার বিভাগের উপ-পরিচালক, পুলিশ সুপার শাহজালাল আহমদ, নিসচা সভাপতি খিজির মোহাম্মদ বব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আওয়ামীলীগের নওসের আলী খোকন, আরুজ্জামান। তাছাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মোটরযান পরিদর্শক, জেলা শিক্ষা অফিসার বায়েজিদ খান উপস্থিত ছিলেন। এছাড়া স্কাউট, রোভার্ট স্কাউট, বিএনসিসি, গার্ল্ডগাইড সহ সামাজিক সংগঠন গুলি নিজ নিজ ব্যানারসহ র্যালীতে অংশ নেয়।
সাড়ে ১০ টা হতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শুরু হয়ে সাড়ে ১১ টা পর্যন্ত চলে, বেলা ১১:৩১ হতে ১২:৩০ টা পর্যন্ত রোড-শো অনুষ্ঠিত হয়। রোড-শো চলাকালীন সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এদিকে মরহুম জাহানারা কাঞ্চনের মাগফেরাতের জন্য ২ টায় (বাদ যোহর) কোর্ট মসজিদে মিলাদ ও দোআ মাহফিলের আয়োজন করে জেলা নিসচা। এছাড়া নিসচা কর্তৃক জেলা শহরের স্পীডব্রেকার গুলোতে রঙ করা হয় এবং জেলা তথ্য অফিস কর্তৃক বিকেল ৪ টা হতে সন্ধ্যা পযর্ন্ত প্রজেক্টরের মাধ্যমে দূর্ঘটনার প্রমান্যচিত্র প্রদর্শনী হয় বিভিন্ন বাস স্ট্যান্ডে।