প্রবীণ সাংবাদিক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল মৌলভীবাজার প্রেসক্লাব

মৌলভীবাজার প্রতিনিধিঃ

যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী ও আজীবন সদস্য ষাটের দশকের তুখোড় সাংবাদিক ও রাজনীতিবীদ প্রবীণ সাংবাদিক হারুনূর রশীদকে সংবর্ধনা দিল মৌলভীবাজার প্রেসক্লাব। ২২ অক্টোবর সোমবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক আবদুল হামিদ মাহবুব। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি সালেহ এলাহী কুটির পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল আই ও সংবাদের প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এম এ সালাম, বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এনটিভির স্টাফ করসপন্ডেন্ট ও ইনকিলাব প্রতিনিধি এস এম উমেদ আলী, এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, ইলেকট্রনিক মিডিয়া জার্ণলিষ্ট এসোসিয়েশন (ইমজা)‘র সভাপতি ও সময় টিভির প্রতিনিধি শাহ অলিদুর রহমান, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রতিনিধি আব্দুর রব। বক্তরা বলেন ষাটের দশকের সাংবাদিকতা ছিল যেমন কষ্টের তেমন সম্মানেরও। সে সময় তেমন প্রযুক্তির সার্পোট ছিলনা তাই সংবাদকর্মীদের মাঠেও যেমন কষ্ট করে সংবাদ সংগ্রহ করতে হত তেমন কষ্ট ও নানা ঝামেলা পোহায়ে ওই সংগৃহিত সংবাদ পত্রিকা হাউজে প্রেরণ করা হত। তারপরও সে সময়ের সাংবাদিকদের পেশার প্রতি উদার আন্তরিকতা সততা ও নিষ্ঠা ছিল দৃষ্ঠান্ত। সংবর্ধিত ব্যক্তি প্রবীণ সাংবাদিক হারুনূর রশীদ বলেন একজন মফস্বল সংবাদকর্মী হিসেবে বলি তোমরা যারা তরুণ প্রজন্ম এজগতে এসেছ সবসময়ই পেশার প্রতি আন্তরিক হয়ে সততা ও নিষ্টার সাথে কাজ করবে এতেই আমাদের প্রতি সম্মান দেখানো হবে আর আমরাও তোমাদের এমন কর্ম দেখে খুশি হব।

শেয়ার করুন