স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে গার্বেজ বিন প্রদান করেছে মৌলভীবাজার উন্নয়নে “আমরা ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যপ গ্রুপ”।
বৃহস্পতিবার ২৫ অক্টোবর দুপুরে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌরসভার হল রুমে বিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান। পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে ও চৌধুরী মোহাম্মদ মেরাজ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, পৌরসভার প্রধান প্রকৌশলী আবুল হোসেন খান, কানাডা প্রবাসী কমিউনিটি নেতা সাহাব উদ্দিন আহমদ, সংগঠনের উপদেষ্ঠা এডভোকেট মোঃ আবু তাহের, ক্যাম্পেইনার ও সদস্য মোঃ সেলিম আহমদ, সাংবাদিক আকমল হোসেন নিপু, হাসনাত কামাল ও ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যপ গ্রুপের সদস্য সিরাজুল হাসান, আলিম আল মুনিম প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে পৌর মেয়রের হাতে ৪০টি গার্ভেজ বিন তুলে দেওয়া হয়।