সড়ক দূর্ঘটনায় যুক্তরাজ্য প্রবাসীর মৃত্যু

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসকে রানা (৪৩) নামক এক যুক্তরাজ্য প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ২৫ অক্টোবর বিকালে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রানা মৌলভীবাজারের রাজনগর উপজেলার গোবিন্দবাটি (কাটাজুড়ি) গ্রামের ফজলু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, কুলাউড়া-গাজীপুর সড়কে কৃষ্ণর দোকান নামক স্থানে এসকে রানা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী একটি বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা খান। এতে তার মাথার হেলমেট ভেঙে যায় এবং মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় রানাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কুলাউড়া পুলিশ হাসপাতালে যায় এবং লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন