মণিপুরী প্রাথমিক বৃত্তি প্রদান

ছয়ফুল আলম সাইফুলঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে মণিপুরী প্রাথমিক বৃত্তি প্রদান ২৪ অক্টোবর বুধবার দুপুরে আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেন। মণিপুরী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কুঞ্জ রানী সিন্‌হার সভাপতিত্বে ও শিক্ষিকা কনথৌজম শিল্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এস এম ফয়সাল হোসেন, কবি, প্রাবন্ধিক ও গবেষক এ কে শেরাম, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, উদীচী কমলগঞ্জ উপজেলা সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক শাব্বির এলাহী, আদমপুর ইউপি সদস্য কে মনীন্দ্র সিংহ, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুন কুমার সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, ভান্ডারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চঃ দাঃ) শোভা রানী সিন্‌হা প্রমুখ।

শেয়ার করুন