জালালাবাদবার্তা.কমঃ
মহান বিজয় দিবসে কানাডা বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন আয়োজন করতে যাচ্ছে, ‘বিজয় দিবস কাপ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগীতা ২০১৮’। রবিবার, ডিসেম্বর ০৯ এবং রবিবার, ডিসেম্বর ১৬ এই দুই তারিখে স্কারবোরর এপিক স্পোটর্স সেন্টারে (৩৯ বারট্র্যেন্ড এভিনিউ) অনুষ্ঠিত হবে এই প্রতিযোগীতা। আয়োজকরা জানিয়েছেন প্রতিদিন দুপুর ১২টা থেকে এই খেলা শুরু হবে এবং কেবলমাত্র বাংলাদেশী/বাংলাদেশী-কানাডিয়ানরা অংশগ্রহন করতে পারবেন। দল অন্তর্ভূক্তি ফি রাখা হয়েছে মাত্র ৩০ ডলার এবং দল অন্তর্ভূক্তির শেষ তারিখ নির্ধারন করা হয়েছে ৩০ নভেম্বর ২০১৮, শুক্রবার।
১৬ ডিসেম্বর সমাপনী খেলা শেষে বিকাল ৬টার সময় বাংলা টাউনের রেড-হট সিজলিং তান্দুরী রেস্টুরেন্টের (৩০৩০ ডেনফোর্থ এভিনিউ) সভাকক্ষে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সঙ্গীত সন্ধ্যা।
দল অন্তর্ভূক্তি কিংবা বিস্তারিত জানতে মইনুল ইসলাম ৪১৬ ৬৯০ ০৮৮০, মোঃ নাসির উদ্দিন ৪১৬ ৫৫৮ ৩৪৯৫, এ কে এম জহির ৪১৬ ৯৩৯ ৫৭৫৯, অপু দাস ৪১৬ ৮৮৫ ০১২৪, গোলাম ইমরান সুমন ৬৪৭ ৬০৬ ৬৭২৮ এবং মিলাদ চৌধুরী ৬৪৭ ৭০০ ৭৫৪৫ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।