স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারনা জোরেশোরে শুরু করেছেন আওয়ামীলীগের নেতারা।নৌকার সমর্থনে বর্তমান সাংসদ উপাধ্যক্ষ মো.আব্দুস শহীদের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী এ আসনে উঠোন বৈঠকের মাধ্যমে মতবিনিময় করে চলেছেন।পাশাপাশি মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক জেলা আওয়ামীলীগ কর্তৃক প্রকাশিত প্রচারপত্র নিয়ে পুরো শহর চষে বেড়াচ্ছেন। আরেক মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক রফিকুর রহমান নৌকা মার্কার সমর্থনে ও সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে অনেকদিন ধরেই রয়েছেন মাঠে ইদানিং শ্রীমঙ্গল উপজেলায় শুরু করেছেন প্রচারনা।
অতি সম্প্রতি,জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আ্যডভোকেট আজাদুর রহমান ও সৈয়দ মনসুরুল হক যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ নেতাদের নিয়ে শহরের পৌর এলাকার ভোটারদের নিকট ‘নৌকা মার্কার পক্ষে’প্রচারপত্র বিলি করছেন।
এছাড়া, বিগত দু’মাস ধরে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর এ আসনে ‘নৌকা মার্কার পক্ষে’জনসংযোগ শুরু করায় মনোনয়ন নিয়ে মানুষের আগ্রহ বেড়ে গেছে। মুলত,বিভিন্ন মতবিনিময় সভায় আওয়ামীলীগের পুরোনো ও ত্যাগী নেতা এবং মুক্তিযোদ্ধারা তাঁর প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন।
সুত্রে জানা যায়,আগামী মাসের ২য় সপ্তাহের মধ্যেই দলীয় মনোনয়ন বোর্ডের মাধ্যমে চুড়ান্ত মনোনয়ন প্রদান করা হতে পারে।
বৃহস্পতিবার (২৫অক্টোবর)অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী ‘নৌকা মার্কার সমর্থনে ও বিজয়কল্পে’ শ্রীমঙ্গলের সাতগাঁও চৌমুহনা ও পৌর এলাকার শ্যামলী আ/এ উঠোন বৈঠক করেন স্থানীয় তৃণমুল আওয়ামীলীগ নেতা -কর্মী এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে।
২৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় শহরের শ্যামলী আবাসিক এলাকায় চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী বলেন,আগামী নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ।আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা অত্যন্ত প্রজ্ঞাবান একজন নেতা। তিনি জনগণের মনের ভাষা বোঝেন এবং সে অনুযায়ীই তিনি দল এবং দেশকে বিগত দশ বছর ধরে চালিয়ে বিশ^কে তাক লাগিয়ে দিয়েছেন। আমাদের প্রধান ও প্রথম লক্ষ্য হলো আওয়ামীলীগকে পুনরায় সরকার গঠনের জন্য একযোগে কাজ করা। ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধে উঠে শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা সবাই তাঁর পক্ষে মাঠে থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনারা সবাই নৌকা মার্কার পক্ষে যার যার অবস্থান থেকে কাজ করে যান। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রবীন আওয়ামীলীগ নেতা আবু শহীদ মো. আব্দুল্লাহ,জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ও টি এস্টেট স্টাফ এসোসিয়েশন সাধারণ সম্পাদক মো.জাকারিয়া,মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বিতেশ চৌধুরী অপু,শামসুল আলম, হাজী মো.পারভেজ মিয়া,মো.মাওলানা আমীর হোসেন,কল্লোল দেব, স্বেচ্ছাসেবকলীগ নেতা মারুফ প্রমুখ। চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার বলেন,‘চা শ্রমিক শেখ হাসিনার আপনজন। চা শ্রমিক প্রতিনিধি হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাব আগামী নির্বাচনে অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীকে মনোনয়ন দিলে চা শ্রমিকরা নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নৌকা মার্কাকে রেকর্ড পরিমান ভোটে নির্বাচিত করবে।’
প্রবীন আওয়ামীলীগ নেতা আবু শহীদ মো. আব্দুল্লাহ বলেন,‘আগামী নির্বাচনে আমাদের জয়লাভ ব্যাতীত আর কোন দ্বিতীয় চিন্তা করার সুযোগ নাই।ড.কামাল হোসেনের মতো নেতা আজ নতুন দল করে বিএনপির সাথে যোগ দিয়েছেন। সুলতান মনসুর, মান্নার মতো নেতারা আজ ভোল পাল্টে দেশবিরোধিদের সাথে একাট্টা হয়েছেন।কিন্তু,আমাদেরকে জাতির পিতার কন্যার সাথে থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।