রাজনগরে  চা শ্রমিকের  জমি দখলের চেষ্টার অভিযোগ

আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজারের রাজনগরে জোরপূর্বক চা শ্রমিকের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার টেংরা ইউনিয়নের ইলাসপুর গ্রামের রাজ নারায়ন গৌড় রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ও রাজনগর থানা  বরাবর তিন জনের নাম উল্লেখ্য করে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায় পুর্ব ইলাসপুর মৌজার জেএল নং ১১০, এসএ খতিয়ান ২৮০, এসএ দাগ ৮২৪, আরএস খতিয়ান ২০২,আরএস দাগ ১১৭৪ দাগের ৩.৪৫ একর মৌরশী টিলাভূমির অর্ধেক অংশ বিবাদী মো. ইসমাইল আলীগং (৫০) দখলে নিতে বাদী পক্ষকে বাড়ি থেকে তুলে দিতে নানা ভাবে হুমকি দামকি সহ ভয়ভীতি প্রদর্শন করে  আসছে। বিবাদীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখকুলছেননা নিরীহ চা শ্রমিক এই পরিাবারটি নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোক্তরা হলেন, মো. ইসমাইল আলী (৫০) পিতা মৃত রইয়ব আলী সাং সুজানগর, বড়লেখা, মো. ইুরুল ইসলাম (৪৭) পিতা মৃত আব্দুল মান্নান সাং সিংকাপন, মৌলভীবাজার, মঈন উদ্দিন (৫০) পিতা মৃত কনু মিয়া সাং রাজনগর চা বাগান,রাজনগর।

 ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজনগর থানা পুলিশ। সরজমিনে দেখাযায়, এসএ রেকট মতে বাদী উপরোক্ত ভূমির অর্ধেক মালিক এবং অর্ধেকের মালিক ছেয়াদ উল্যা ও দানেছ উল্যা। বাদী রাজ নারায়ন গৌড় (৯০) উক্ত ভূমির উপর নির্মামানাধিন ঘওে বসবাস করছেন। রাজনারায়ন গৌড়ের নাতি বিজয় গৌড় বলেন উপোরুক্ত দাগের জমির অর্ধেকের মালিক  অভিযোক্ত ব্যাক্তিরা থাকায় বাকি অর্ধেকের মালিক রাজ নারায়ন গৌড়কে বাড়ি থেকে উচ্ছেদ করে  দিয়ে জমি তাদেও দখলে নিতে মরিয়া হয়ে গেছে। পঞ্চায়েত সভাপতি সুগ্রিম  গৌড় বলেন জমিটি রাজ নারায়নের সঠিক বাদি পক্ষ গরিব মানুষ থাকায় কোন প্রতিবাদ করতে পারছেনা। এদিকে বিবাদীদের দাবী উপরোক্ত দাগের সম্পুর্ন জমি তাদেও ক্রয় করা। বিষয়টি নিস্পত্তির জন্য আদালতের মামলা বিচারাদীন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার বলেন আমার কিছু করার নেই বিষয়টি আদালত দেখবে।

শেয়ার করুন