জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা মৃত ফয়জুর রহমানের কিশোরী কন্যা ফারজানা জান্নাত রিমা (১৫) কে রাতের বেলা ধর্ষণ শেষে গলা টিপে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৫ অক্টোবর বৃহস্পতিবার। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঘাতকদল রিমার মায়ের পূর্ব পরিচিত হওয়ায় রাতে রিমাদের বাসায় গিয়ে চা-পান করে। এসময় কৌশলে চায়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রিমার ওপর পাশবিক নির্যাতন চালিয়ে তাকে গলাটিপে হত্যা করে নির্বিঘেœ বেরিয়ে যায়। প্রতিবেশীরা জানান, পাশের কক্ষে রিমার মায়ের ভাগ্নি জামাই দেলোয়ার থাকতো। এই কক্ষে এলাকার বিভিন্ন ছেলেরা এসে আড্ডা দিত। ধারনা করা হচ্ছে, ঘাতকরা পূর্ব পরিকল্পিত ভাবেই রিমাকে হত্যার টার্গেট নিয়েছিল। এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, রিমার মায়ের সাথে ডিস লাইনের এক কর্মির গভীর সম্পর্ক ছিল। এ নিয়ে মাঝে মধ্যে মায়ের সাথে রিমার ঝগড়া-ঝাটি চলছিল। এলাকাবাসী রিমার মা কে পুলিশি জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে দাবী করেছেন। জুড়ী থানার তদন্ত অফিসার আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এসময় সুরতহাল রিপোর্ট তৈরী করে মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহাল রিপোর্টে গলায় শ্বাসরোধের চিহৃ ছাড়া ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে নিহত রিমার মা বাদি হয়ে দুইজন কে আসামী করে জুড়ী থানায় একটি হত্যা মামলা (নং-৭, তাং-২৫/১০/২০১৮ইং) দায়ের করেন। মোঠফোনে যোগাযোগ করা হলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গির হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।