৩দিন ব্যাপী ইংরেজী বিষয়ে কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জের মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ৩দিন ব্যাপী ইংরেজি বিষয়ের উপর কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় ব্র্যাক কর্মসূচির সহযোগিতায়  কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ১৬ জন ও ৯ম শ্রেণি ৪৬ জন সহ মোট ৬২ জন শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল। এসময় ব্র্যাকে কর্মসূচীর কর্মকর্তা জাহাঙ্গীর আল, শিক্ষক, ফরিদ আহমদ, মাহবুব চৌধুরী ও পলাশ চন্দ্র পাল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন