স্টাফ রিপোর্টার॥ কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছে সরকারের আর্থিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংক।
ব্যাংকের কর্মদক্ষতা ও ব্যবসায়িক উৎকর্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ২৭ অক্টোবর শনিবার মৌলভীবাজারের শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে সিলেট, মৌলভীবাজার ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকদের দিনব্যাপী ব্যসায়িক পর্যালোচনা সভা।
ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন ও পরিচালন মহাবিভাগ) মো. আব্দুল মান্নান।